উদিনেসেকে ৩-০ গোলে হারিয়েছে নাপলি
প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার
ইতালিয়ান সিরি আ ফুটবলে উদিনেসেকে ৩-০ গোলে হারিয়েছে নাপলি। এ জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো তারা।
বড় জয় পেলেও প্রথম গোলের জন্য ৪৭ মিনিট অপেক্ষা করতে হয় নাপলিকে। মাঝ মাঠ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি মারটেনস। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালান। আর ৭২ মিনিটে জোসে কালিজন গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় নাপলি। বাকি সময় শত চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি উদিনেসে। এ জয়ে ৩২ খেলা থেকে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপলি।