ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

করোনায় আক্রান্ত ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। ৫৪ বছর বয়সী ও’ব্রায়ান সেলফ আইসোলেশনে আছেন এবং ঘর থেকে দায়িত্ব পালন করছেন।

এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে শীর্ষ পর্যায়ে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

বিবিসি জানায়, ট্রাম্পের সঙ্গে ও’ব্রায়ানের সর্বশেষ কখন দেখা হয়েছিল তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে দুই সপ্তাহ আগে মিয়ামি সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তিনি।

এক সূত্রে জানা যায়, ও’ব্রায়ান এক সপ্তাহের জন্য তার অফিসের বাইরে ছিলেন। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন।

বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংক্রমণ শুরুর মাত্র ছয় মাসের অধিক সময়ে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯৬ জনের প্রাণহানি ঘটেছে। 

একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৬১ হাজারের বেশি আমেরিকান। যার বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে।
এসএ/