করোনায় আক্রান্ত টাঙ্গাইলের জেলা প্রশাসক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার করোনায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই গণামধ্যমকে নিশ্চিত করেন। বর্তমানে তিনি সরকারি বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, জেলা প্রশাসকসহ টাঙ্গাইলে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৫ জনে দাঁড়াল। এদের মধ্যে সদরে ২৯, নাগরপুরে ২, মির্জাপুরে ৩, বাসাইলে ৭, কালিহাতিতে ৭, ভুয়াপুতে ১ ও ধনবাড়িতে তিনজন।
সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৫৩ জন সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যু হয়েছে ২৫ জনের।
আক্রান্তরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এআই/এসএ