সরাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রতিদিনই খাদ্য সহায়তা প্রদান করে চলছেন সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এস.এম মোসা।
মঙ্গলবার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চানপুর, গলানিয়া ও শাহজাদাপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকায় নৌকাযোগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাওর বেষ্টিত এলাকায় ক্ষতিগ্রস্থ ৫৫টি পরিবারের মাঝে শুকনো খাদ্য সহায়তা প্রদান করেন।
বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ: এছাড়াও সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে অরুয়াইল ও পাকশিমুইল ইউনিয়নের এলাকায় বন্যা কবলিত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার সন্ধা ৭টা পর্যন্ত শুলাকান্দি মোহিত প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র ও মেঘনা নদীবেষ্টিত নিম্নাঞ্চলে গিয়ে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও পাকশিমুইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অর্ধ-শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- প্রতি পরিবার, চিড়া, গুড়, নুলডস ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
তিনি আরও বলেন,জেলা প্রশাসক স্যারের নির্দেশে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম চলছে এটি অব্যহত থাকবে বলে আশা করছি।
কেআই/