ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চুয়াডাঙ্গায় আরও ৮ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও৮জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৫ জনে। নতুন ১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। আজ মঙ্গলবার রাত  ৯টায়  সিভিল সার্জন  কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ৮জন ই দামুড়হুদা উপগেলার। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও  প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ২৫৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৯ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে ৪ জনের। 

আলমডাঙ্গায় আক্রান্ত ১১৭ জনের মধ্যে সুস্থ ৭৫ জন। মারা গেছে ৩জন। দামুড়হুদায় ১২৩ জন আক্রান্তে ইতিমধ্যেই ৭৯ জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ৩ জন। জীবননগর উপজেলায় করোনার শিকার ৫৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালি ফেরত এক যুবক।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। 

কেআই/