ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পূর্ব বেগুনবাড়ি জেলেপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় রাজা (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের আদেশক্রমে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এ সাজা প্রদান করেন । 

জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজা জেলেপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এসময় খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে ৩৩ হর্স পাওয়ারের ১টি জেডি মেশিন, ২০ ফুট ও ১০ সাইজের ৩৫ টি মাইপ, ১টি স্বেডেটার ও ২০ হাজার সিএফটি প্রায় ৩০০ গাড়ি বালু জব্দসহ রাজাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) ধারার পাম্প বা ড্রেজিং এর মাধ্যমে অবৈধ্যভাবে অনুমতি ছাড়া ভূ-গর্ভস্থ বালু উত্তোলন এর অপরাধ আইনের ১৫ (১) ধারায় রাজা (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। 
কেআই/