পদ্মা পারাপারে সময় কমেছে ৪৫ মিনিট
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার
কাঁঠালবাড়ি ঘাট
মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটি কাঁঠালবাড়ি ঘাটে স্থানান্তর হওয়ায় পদ্মা পারাপারে সময় কমেছে ৪৫ মিনিট। ফলে এ রুটে চলাচলকারী ২১ জেলার যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এলেও ভাড়া না কমায় ক্ষোভ কমেনি। লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউএ’র কর্মকর্তারা বলছেন, ভাড়ার বিষয়টি নৌ-মন্ত্রণালয়ের। আর নৌ-পরিবহনমন্ত্রী জানালেন, তেলের দাম বাড়ায় ভাড়া কমানোর সুযোগ নেই।
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে পদ্মা পাড়ি দিতে আগে সময় লাগতো দুই থেকে আড়াই ঘণ্টা। নদী পারাপারে সময় বেশি লাগায় ঘাটের দুই পাড়ে লেগে থাকতো যানবাহনের দীর্ঘ লাইন।
তবে এই দৃশ্য এখন অতীত। ২৩ একর জমিতে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁঠালবাড়ি ঘাট চালু হওয়ায় পাল্টে গেছে দৃশ্য। ৪টি ফেরিঘাট, ২টি লঞ্চ ঘাট ও আলাদা আলাদা পল্টুন আর বিশাল পার্কিং ইয়ার্ডসহ রয়েছে আধুনিক সুবিধা। ফলে নদীপথে দূরত্ব কমেছে; বেঁচে গেছে সময়। তবে কমেনি ভাড়া।
ফেরীর ভাড়ার বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বলে জানান, লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা।
তবে তেলের দাম বেড়ে যাওয়ায় ভাড়া কমানোর সুযোগ নেই বলে জানালেন নৌ-পরিবহনমন্ত্রী।
নৌপথে ভাড়া কমানোর দাবি সাধারণ যাত্রীদের।