ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বর্ষায় ঠাকুরগাঁওয়ের ভুল্লী নদীর বাঁধে দর্শনার্থীর ভীড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ১১:২৯ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার

বর্ষায় ঠাকুরগাঁওয়ের ভুল্লী নদীর বাঁধে বেড়েছে দর্শনার্থীর ভীড়। নির্মল আনন্দ-বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে বাঁধটি। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। 

ঠাকুরগাওয়ে ভুল্লী নদীর বাঁধের এ জায়গাটি বর্ষা এলেই হয়ে ওঠে স্থানীয়দের কাছে বিনোদনের কেন্দ্র। বছরের অন্য সময় এই নদীতে কম পানি থাকলেও বর্ষার সময় টইটম্বুর হয়ে যায়। 

স্থানীয়রা বলে এটি ‘মিনি কক্সবাজার’। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তাদের। 

আবাদী জমিতে সেচ দিতে ১৯৯৬ সালে পানি উন্নয়ন বোর্ড ভুল্লী নদীতে বাঁধ নির্মাণ করে। বর্ষা মৌসুমে এ বাঁধে পানি ধরে রাখা হয়। পরে খরা মৌসুমে এ পানি কৃষকেরা ফসলী জমিতে ব্যবহার করে। বাঁধটিতে ১০টি জল কপাট রয়েছে। জলধারা প্রবাহের জন্য রয়েছে কয়েকটি ধাপ। আর সে জলধারায় মুগ্ধ হয়ে ছুটে আসে নানা শ্রেনী পেশার মানুষ। 

দর্শনার্থীরা জানায়, তারা সোস্যাল মিডিয়ায় এই বাঁধ সম্পর্কে অনেক জেনেছেন, তাই স্বচক্ষে দেখেতে এলেন। এখানকার সার্বিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধ।

নিউজটি ভিডিওতে দেখুন-

 

এসইউএ/এসি