ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

স্টেভেন জনসন চ্যাম্পিয়ন

প্রকাশিত : ১০:০৯ এএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

এটিপি ওয়ার্ল্ড ট্যুরে যুক্তরাষ্ট্রের স্টেভেন জনসন চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে থমাজ বেলুচ্চিকে হারান তিনি।
ক্লে কোর্টে সপ্তম বাছাই থমাজ বেলুচ্চির বিপক্ষে ৬-৪ গেমে জেতেন চতুর্থ বাছাই স্টেভেন জনসন। এরপর দ্বিতীয় সেটে ঘুড়ে দাড়ায় বেলুচ্চি। সেট জেতেন ৪-৬ গেমে। কিন্তু তৃতীয় ও ফাইনাল সেটে আর কুলিয়ে উঠতে পারেনি বেলুচ্চি। টাইব্রেকারে ৭-৬ গেমে হারেন যুক্তরাষ্ট্রের জনসনের কাছে। এটি জনসনের দ্বিতীয় এটিপি ওয়ার্ল্ড ট্যুর শিরোপা।