ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

গ্রানাডাকে হারিয়েছে সেল্টা ভিগো

প্রকাশিত : ১০:১১ এএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার | আপডেট: ০১:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

স্প্যানিশ লা লিগায় গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগো।
গ্রানাডার মাঠে শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেয় সেল্টা ভিগো। ২৭ মিনিটে এগিয়ে যায় তারা। জোজাভেদ গোল করলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা। এরপর ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। এর ৩ মিনিট পরই বেউভিউ গোল করলে ৩-০তে এগিয়ে যায় সেল্টা। এরপর আর কোন গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।