ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কৃষকদের সরকার সহযোগিতা না করলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৭ সোমবার

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার সহযোগিতা না করলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে মন্তব্য করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত হাওর কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করে কৃষক ফেডারেশন। এ’সময় সংগঠনটির নেতারা বলেন, অকাল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। জমির ফসল হারিয়ে এসব কৃষকদের এখন পথে বসার উপক্রম। কৃষকদের সঙ্গে দেশের মানুষের ভাগ্য জড়িত উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় কৃষক ফেডারেশন।