ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

কুলাউড়ায় বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:২০ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২২ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মৌলভীবাজারের কুলাউড়ায় বিড়ি পাচারকালে বিজিবির গুলিতে বদরুল ইসলাম (২২) নামে এক চোরাকারবারি নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ লাখ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মনু নদীর পার্শ্ববর্তী শুকনাভী চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বদরুল হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।

বিজিবির আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের জানান, ‘ভারত থেকে চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। চোরাকারবারিরা নৌকাযোগে বিড়ি নিয়ে ঘটনাস্থলে এসে নৌকা থেকে বিড়ি নামাচ্ছিল। এ সময় বিজিবি বাঁশি বাজালে তারা বিড়ি রেখে পালিয়ে যায়। পরে বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারিা দেশিয় অস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা করে বিড়িগুলো নিতে চায়। এমনকি ৫০ হাজার পিচ বিড়ি নিয়ে যায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে চোরাকারবারি দলের এক জনের মৃত্যু হয়।’

কুলাউড়া থানার এস আই মাসুদ আলম ভুইয়া জানান, ‘খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মঙ্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এআই/এমবি