মিডলসবরোকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল
প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৮ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
ইংলিশ প্রিমিয়ার লিগে মিডলসবরোকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এর ফলে টেবিলের শীর্ষ চারে উঠার আশা বাঁচিয়ে রাখলো তারা।
রিভারসাইড স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ৪২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেস সানচেজ। এরপর ৫০ মিনিটে নেগরেডোর দর্শনীয় গোলে ১-১ এ সমতা আনে মিডলসবরো। ৭১ মিনিটে সুযোগ সন্ধানী ওজিল গোল করলে ২-১ এ এগিয়ে যায় আর্সেনাল। বাকি সময়ে আর কোন গোল না হলে জয় ািনয়েই মাঠ ছাড়ে তারা। এ জয়ে ৩১ খেলা থেকে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসলো আর্সেনাল।