ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া তিন ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমশী গ্রামে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানদারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন ভুনবীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিয়াজ ইকবাল মাসুদ, প্রথম আলোর সাংবাদিক শিমুল তরফদার প্রমুখ।

এর আগে গত ৬ জুলাই রাতে ক্লোনেল চা বাগান সংলগ্ন ভীমশী গ্রামের মো. আবুল মিয়া, জামাল মিয়া ও কামাল মিয়ার তিনটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তারা উপজেলা চেয়ারম্যানের কাছে সাহায্যের আবেদন জানালে তিনি উপজেলা পরিষদ থেকে দ্রুত তাদের সাহায্যে এগিয়ে আসেন।

এনএস/