‘বিদেশগামীদের করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক নয়’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২২ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
দেশ থেকে বিভিন্ন কারণে যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য এখন আর করোনা বা কোভিড-১৯ এর সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক নয়। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড-১৯ এর সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক নয়। এখন শুধুমাত্র যে দেশ থেকে চাওয়া হবে শুধু সেই দেশে ভ্রমণের ক্ষেত্রে এই সার্টিফিকেট নিলেই হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি।
রিজেন্ট-জেকেজির ভুয়া পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছিলো, সকল বিদেশগামী যাত্রীকে করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট নিতে হবে।
এমন পরিস্থিতিতে গত ১২ই জুলাই সার্টিফিকেট সংগ্রহের বাধ্যবাধকতার ঘোষণা দেয়া হয়। এর পরই ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে সব ধরনের বিদেশগামী যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা হয়।
আরকে/