চামড়া শিল্পনগরীর কাজ নিয়মিত তদারকি করবে বিসিক পর্ষদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪২ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বিসিক চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিচালনা পর্ষদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত বুধবার (২৯ জুলাই) বিসিকের এক অফিস আদেশের মাধ্যমে পরিচালনা পর্ষদকে এ দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশে বলা হয়- আসন্ন ঈদ-উল-আযহার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে প্রচুর পশুর চামড়া "বিসিক চামড়া শিল্পনগরী, সাভার"-এ আসতে শুরু করবে। চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বিসিক পরিচালনা পর্ষদকে দায়িত্ব প্রদান করা হলো।
বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ (যুগ্ম-সচিব) ২ আগস্ট থেকে ৫ আগস্ট; বিসিক সচিব মোস্তাক আহমেদ (উপ-সচিব) ৬ থেকে ৯ আগস্ট; পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী ( উপ-সচিব) ১০ থেকে ১৪ আগস্ট; পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোঃ খলিলুর রহমান (যুগ্ম সচিব) ১৫ থেকে ১৮; পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহা: আব্দুস ছালাম (যুগ্ম সচিব) ১৯ থেকে ২২ আগস্ট; পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মো: ফারুক (যুগ্ম সচিব) ২৩ থেকে ২৬ আগস্ট; পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো: আলমগীর হোসেন (যুগ্ম-সচিব) ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চামড়া শিল্পনগরীর চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির করবেন।
অফিস আদেশে আরো বলা হয়- প্রতিদিন নির্ধারিত তারিখে বিকাল ৫টার মধ্যে পরিদর্শনকারী কর্মকর্তা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন বিসিক চেয়ারম্যান বরাবর প্রেরণ করবেন। জরুরি ও তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের কোন বিষয় থাকলে বিসিক চেয়ারম্যানকে অবহিত করবেন; সপ্তাহান্তে (বৃহস্পতিবার বিকেলে) সপ্তাহের সামগ্রিক অবস্থা ও আগত দিনে করণীয় সম্পর্কে চেয়ারম্যান, বিসিক বরাবর একটি প্রতিবেদন দাখিল করবেন।
এছাড়াও পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণের জন্য চাহিদা অনুযাযী লবণ সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিসিকের সকল আঞ্চলিক পরিচালক, শিল্প সহায়ক কেন্দ্র প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দকে ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান করে জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে লবণ ও চামড়া পরিস্থিতি মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিক সচিব মোস্তাক আহমেদ স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে এসব নির্দেশনা জারি করা হয়।
এনএস/