ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:০৪ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

শোলাকিয়া ঈদগাহ- ফাইল ছবি

শোলাকিয়া ঈদগাহ- ফাইল ছবি

চলমান করোনা মহামারীর কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে গেল পবিত্র ঈদ উল ফিতরে শোলাকিয়ায় ১৯৩তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা অনুষ্ঠিত হয়নি। ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, আগামীকাল শনিবার ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। 

জেলা প্রশাসক বলেন, ‘প্রতি ঈদে শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। বর্তমানে করোনার ভয়াবহতা চলায় পরিস্থিতি বিবেচনা করে শোলাকিয়ার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।’ ঈদুল আজহার জামাত বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান সারওয়ার মুর্শেদ চৌধুরী।
 
উল্লেখ্য, ১৮২৮ (আনুমানিক) সালে শোলাকিয়ার মাঠে ঈদের জামাত শুরু হওয়ার পর থেকে ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ার ঘটনা এবারই প্রথম। 

এমএস/