ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ভোলায় মানতা সম্প্রদায়ের মাঝে কোস্ট গার্ডের ঈদ উপহার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভোলার মানতা সম্প্রদায়ের মাঝে ঈদের খাদ্য উপহার দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড  দক্ষিণ জোন। আজ শনিবার দুপুরে রাজপুর ইউনিয়নের জোরখাল এলাকায় গরু জবাই করে ৬০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।

তারা জানায়, ‘করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ও মানতা সম্প্রদায়ের মানুষ। করোনা পরিস্থিতির মধ্যে ঈদের এই উপহার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে ঘন ঘন হাত ধোয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বাজায় রাখতে হবে।’

এআই//