ঢাকার বর্জ্য অপসারণ
বৃষ্টি বাধায় পিছিয়ে দক্ষিণ, এগিয়ে উত্তর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
ঈদুল আজহার পশু কোরবানি শেষে দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। যা ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই মেয়র। যেখানে নিয়োজিত রয়েছে প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬ হাজারের অধিক। বাকিরা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর সিটিতে নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেললেও, বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ফলে, রাজধানীর এ অংশে অনেকটা কাজ এগিয়েছে।
অন্যদিকে, দক্ষিণ সিটিতে দিনের শুরুর বৃষ্টিতে রক্ত ও দূষিত পদার্থ ধুয়ে গিয়ে রাস্তা পরিষ্কার হলেও ব্যাহত হয় বর্জ্য সরানোর কাজ।
পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, ‘দিনের শুরুতে টানা ১ ঘণ্টা বৃষ্টি হওয়ায় কাজে কিছুটা বিঘ্ন ঘটে। তবে, যেভাবেই হোক আমরা নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ করব।’
এর আগে দুপুর ১২টার পর পরই পশুর বর্জ্য অপসারণে মাঠে নামে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। ড্রেন ও পশু জবাইয়ের স্থানে ছিটানো হয় ব্লিচিং পাউডার। এরপর পানি দিয়ে চলে বর্জ্য অপসারণের কাজ।
এদিকে, ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, ‘আমরা একটি অ্যাপ তৈরি করে ডিএনসিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে দিয়েছি। এটি ডাউনলোড করে ওপেন করে ছবি পাঠানো যাবে। কোনো স্থানে যদি কোরবানির বর্জ্য থাকে সেই ছবি সেখানে জমা দেবেন। তাহলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারব কোথায় বর্জ্য রয়ে গেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারব।’
অন্যদিকে, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘দুপুর ২টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে মহানগর থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠু তদারকির লক্ষ্যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মনিটরিং টিম ৭৫টি ওয়ার্ডে সরেজমিনে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি হচ্ছে। বর্জ্য অপসারণে ৩০০টি গাড়ি কাজ করছে।’
এআই//