পাঞ্জাবে বিষাক্ত মদপানে ৮৬ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩২ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ০৯:৩৩ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার
ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শনিবার অবৈধভাবে মদ তৈরির ১০০ টিরও বেশি আস্তানায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।
এছাড়া ৭ জন শুল্ক কর্মকর্তা ও ৬ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে মদ তৈরির পর রাস্তার পাশের দোকানে বিক্রি করা হয়, সেখান থেকে তা সরবরাহ করা হয় গ্রাহকদের কাছে।
এর আগে গত শুক্রবার দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু হয়।
দেশটিতে প্রতি বছরেই বিষাক্ত মদ পানে শত শত মানুষের মৃত্যু হয়।
সূত্র: বিবিসি
এমবি//