ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় আক্রান্ত চুয়াডাঙ্গা পুলিশ সুপার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২ আগস্ট ২০২০ রবিবার

চুয়াডাঙ্গায় এবার করোনায় আক্রান্ত হলেন জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। গতরাতে পাওয়া ফলাফলে তার করোনা শনাক্ত হয়। একইদিনে জেলায় তিনিসহ ২৫ জনের করোনা চিহ্নিত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪১ জনে দাঁড়িয়েছে। 

আক্রান্তদের মধ্যে নতুন তিনজনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩০৩ জন। আর মৃত্যু হয়েছে ১০ জনের। 

শনিবার (১ আগস্ট) রাত ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘গত ২৭ জুলাই শরীরে প্রথম জ্বর অনুভূত হয়। পরদিন ২৮ জুলাই নমুনা দেন। গতরাতে হাতে পাওয়া ফলাফলে করোনা পজিটিভ আসে।’

তিনি বলেন,‘বর্তমানে হালকা কাশি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। নমুনা দেওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলাম। সুস্থ হতে বাকি দিনগুলোতে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি মানুষের দোয়া চাই।’

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় পুলিশ সুপারকে নিয়ে এ পর্যন্ত ৩৯ জন পুলিশ সদস্য করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জনের করোনা পজেটিভ এসেছে। 

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায়  ১৮, আলমডাঙ্গায় ৪ ও জীবননগর উপজেলায় ৩ জন। নতুন আক্রান্তরা হোম ও  প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৩১৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ৯৭ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে ৪ জনের। 

আলমডাঙ্গায় আক্রান্ত ১৩৪ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন ৯০ জন। দামুড়হুদায় ১৩১ জন আক্রান্তে ইতিমধ্যেই ৮৫ জন বেঁচে ফিরেছেন ও প্রাণহানি ঘটেছে ৩ জনের।  জীবননগর উপজেলায় করোনার শিকার ৬০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালিফেরত এক যুবক।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পড়ে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’
এআই/এসএ/