ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অলিগলিতে কোরবানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ত্যাগের মহিমায় ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছে অনেকে। এবার করোনার কারণে লোক সমাগম এড়াতে অনেকেই দ্বিতীয় দিনে কোরবানি দেয়ার সিদ্ধান্ত নেন। 

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন অলিগলিতে কোরবানির এ চিত্র। তবে প্রথম দিনের তুলনায় এ সংখ্যা অনেক কম। 

ঈদের প্রথম দিন কসাই না পাওয়া সহ বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেকে দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। 

কোরবানী দাতারা বলেন, ঈদের পরের দিন সহজেই কসাই পাওয়া যায়। তাই তারা আজকে কুরবানী দিচ্ছেন এবং গরীব দুঃখী যারা আছেন তাদের ঘরে ঘরে কুরবানীর মাংস তারা পৌঁছাচ্ছেন।

আবার করোনায় জনসমাগম এড়াতে দ্বিতীয় দিন কোরবানি দেয়াকে নিরাপদ মনে করছেন অনেকে। করোনার সময়য়েও মানুষের সমাগম কম করার ইচ্ছেতেই আজকে পশু কুরবানী দিচ্ছেন তারা।

ইসলামের বিধান অনুযায়ী জিলহজ্ব মাসের এগারো ও বারো তারিখেও কোরবানি দেয়া যায়।

আরকে//