৪ আগষ্ট : ইতিহাসের আজকের এই দিনে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২২ এএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৪ আগষ্ট, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ৪ আগষ্ট এর ঘটনাবলি :
৯৫৪ - সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।
১১৮১ - ক্যাসিওপিয়াতে সুপারনোভা দেখা যায় ।
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৫৭৮ - আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগিজরা পরাজিত হয়।
১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় ।
১৮৭০ - লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১৮৮৫ - উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।
১৮৮৬ - কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয় ।
১৯০৪ - ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশীর ভাগই হাস্য রসাত্বক, বিনোদন ও সমালোচনা ধর্মী লেখা প্রকাশিত হত।
১৯০৬ - ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ জারি করতে বাধ্য হন।
১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে।
১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯৩৫ - ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ।
১৯৪০ - ইতালীয় সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে।
১৯৬৪ - দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়।
১৯৭২ - উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
১৯৮৮ - পাকিস্তানের সংগ্রামী ব্যক্তিত্ব ও খ্যাতনামা আলেম আল্লামা সাইয়্যেদ আরেফ হোসেন হোসেইনী পেশোয়ার শহরে উগ্রপন্থী ও সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেন।
২০০০ - ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।
আজকের তারিখে যাদের জন্ম হয় :
১৭৯২ - খ্যাতনামা বৃটিশ কবি পি বি শেলি।
১৯২৯ - ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত।
১৯২৯ - ভারতীয় গায়ক ও অভিনেতা কিশোর কুমার।
১৮৫৯ - নোবেলজয়ী নরওয়েজীয় কথাশিল্পী ক্যুট হামসুন।
১৯৬১ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান বারাক ওবামা।
১৯৬৫ - সুইডেনের প্রধানমন্ত্রী ইয়ন্ ফ্রেদ্রিক রাইনফেল্ৎ।
আজকের তারিখে যাদের মৃত্যু হয় :
১০৬০ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি।
১৮৭৫ - ডেনিশ লেখক ও রূপকথা-সংগ্রাহক হানস ক্রিস্টিয়ান অ্যান্ডারসন।
১৯২৮ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৯৪৮ - পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক।
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
এসএ/