পাবনার ‘ডাববাগান যুদ্ধ দিবস’ আজ
প্রকাশিত : ১১:০৮ এএম, ১৯ এপ্রিল ২০১৭ বুধবার
পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহাসিক ‘ডাববাগান যুদ্ধ দিবস’ আজ। একাত্তরের এই দিনে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিকামী মানুষ ও ইপিআর বাহিনীর সাথে সম্মুখযুদ্ধ হয়।
একাত্তরের ১৯ এপ্রিল দুপুরে নগরবাড়ী ঘাট হয়ে পাকসেনারা বগুড়া যাবার চেষ্টা করে। খবর পেয়ে মুক্তিকামী মানুষ ও ইপিআর বাহিনীর সদস্যরা সাঁথিয়ার ডাববাগান নামক স্থানে অবস্থান নেন। যুদ্ধে প্রায় ৫০ জন পাকসেনা নিহত হয়। সম্মুখযুদ্ধে শহীদ হন বেশ কয়েকজন ইপিআর সদস্য। ডাববাগান বর্তমানে শহীদ নগর নামে পরিচিত। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখতে ২০০১ সালে শহীদনগরে ‘বীরবাঙ্গালি’ নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।