স্বাস্থ্যবিধি মেনে চা বাগানে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা (ভিডিও)
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
স্বাস্থ্যবিধি মেনে চা বাগানে ঘুরছেন দশর্নাথীরা- একুশে টেলিভিশন
করোনার সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের সব পর্যটন স্পট বন্ধ। তবে দর্শনার্থীরা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চা বাগানে ঘুরে বেড়াচ্ছেন। অনুমতি নিয়ে ঘুরছেন তারা।
দশর্নাথীরা জানান, তারা শিশুদের নিয়ে অনেক দিন পরে বাইরে বের হয়েছেন। খুব সচেতনভাবে চলাফেরা করেছেন যাতে কোন সমস্যা না হয়। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসায় তাদের বেশ ভালো লাগছে। করোনার কারণে বের হওয়া হচ্ছে না।
করোনার কারণে পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে উল্লেখ করে জেলার এক রিসোর্ট মালিক জানান, এ ক্ষতি কাটিয়ে ওঠা বেশ সময় সাপেক্ষ।
জেলার শ্রীমঙ্গল বধ্যভুমি একাত্তর, চা গবেষণা কেন্দ্র, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, চা যাদুঘর, বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাত, কমলগঞ্জের মাধবপুর লেক, ধলেই স্মৃতিসৌধ ও খাসিপুঞ্জিসহ সব পর্যটনস্পটেই শুনসান নিরবতা। করোনা পরিস্থিতিতে এ জেলার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ পর্যটনের সাথে সংশ্লিষ্টদের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
এমএস/এমবি