বার্সাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো জুভেন্টাস
প্রকাশিত : ১২:০১ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার সাথে গোল শূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো জুভেন্টাস।
প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে হেরে পিছিয়ে ছিলো কাতালানরা। সেমিফাইনালে যেতে হলে জিততে হবে বড় ব্যবধানে এমন সমীকরন নিয়েই মাঠে নামে লুইস এনরিখের শিষ্যরা। ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি তারা। নির্ধারিত সময়ে শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। দুই লেগ মিলিয়ে ৩-০তে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা।