পঁচা পানিতে মরছে মাছ
প্রকাশিত : ১২:১৩ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৫ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
অকাল বন্যায় সুনামগঞ্জে হাওরের ৯০ শতাংশ ফসল তলিয়ে যাওয়ার পর এখন পঁচা পানিতে মরছে মাছ। মৌলভীবাজারের ৩টি হাওরের একই দশা। প্রতিদিন মাছ মরে ভেসে উঠছে। ফসল পঁচে পানিতে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাওয়ায় মাছ মরে যাচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তারা।
হাওরের পানিতে প্রতিদিন ভাসছে দেশীয় নানা প্রজাতির মরা মাছ।
দু’সপ্তাহ আগে অতি বৃষ্টি আর উজানের পানিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওরাঞ্চেলের প্রায় ৯০ ভাগফসল। কাচা ধান পঁচে এখন দূষিত হাওরের পানি। মারা যাচ্ছে মাছ।
মৎস্য বিভাগ বলছে জেলায় এ পর্যন্ত মরে যাওয়া মাছের পরিমাণ এক দশমিক এক শূন্য টন।
বৃষ্টি আর উজানের পাহাড়ী ঢলে তলিয়ে যায় মৌলভীবাজারের হাকালুকি, হাইল ও কাউয়াদিঘি হাওরের ১০ হাজার হেক্টর বোরো ফসল। কৃষকের স্বপ্নের ফসল পঁচে তৈরি হচ্ছে বিষাক্ত গ্যাস। মারা যাচ্ছে মাছ।
মৎস্য বিভাগের পরামর্শ মাছ ধরা বন্ধ রেখে পানিতে চুন ছড়ানোর।
দেখুন ভিডিও