ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কাশ্মীর নিয়ে আবারও মুখোমুখি ভারত-চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে আবারও মুখোমুখি হয়েছে চীন-ভারত। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বছরপূর্তির দিনই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে চীন। খবর হিন্দুস্তান টাইমস’র। 

গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চীন। তবে বিষয়টি দ্বিপক্ষীয় বলে নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিরোধিতা করে ভারত। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, এটিই প্রথম নয় যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চীন কথা বলেছে। আমাদের ঘরোয়া বিষয়ে চীনের এই নাক গলানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবেদন করছি যে, এমন অহেতুক চেষ্টা না করে যথাযথ সমাধানের পথে সহায়তা করা হোক।

এমএস/এসি