লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার আহবান
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তারা এ’কথা বলেন। প্রতিটি স্কুলে এ’ ধরনের উদ্যোগ নিতে কর্তৃপক্ষ এবং অভিভাবকদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি শাহজাদা আলম, কারাতের জাতীয় কোচ সেনসি এ বি রনি। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বেল্ট ও সার্টিফিকেট দেয়া হয়।