বিদেশী ওষুধে নির্ভরশীলতা কমাতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২২ পিএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ অব্যাহত হারে বাড়ছে এবং বহু রাজ্য তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম প্রশাসন। এরই মাঝে বিদেশী ওষুধে নির্ভরশীলতা কমাতে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। খবর ভয়েস অব আমেরিকা’র।
এতে বলা হয়, সরকার এসব ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ বিদেশী কোম্পানি থেকে কিনতে পারবে না। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তূতকারীদের কাছ থেকে শুধু তা কেনা যাবে।
নির্বাহী আদেশে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের জনগণ, অবকাঠামো, আমাদের সামরিক বাহিনী ও অর্থনীতিকে সংক্রমণ রোগের প্রাদুর্ভাব এবং রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয়, এবং পরমাণু হুমকি থেকে রক্ষা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় ওষুধপত্রের জন্য বিদেশী ওষুধ কোম্পানির ওপর আমাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে।
এমএস/