আন্ডারলেখটের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
উয়েফা ইউরোপা লিগ ফুটবলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আন্ডারলেখটের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিট। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছিলো ম্যানইউ। এই ম্যাচে ঘরের মাঠে আন্ডারলেখটকে স্বাগত জানাবে রেড ডেভিলসরা। প্রতিপক্ষ শক্তিশালী দল, তাঁর উপর নিজেদের মাঠে খেলা, সব কিছু মিলিয়ে ম্যানউই এগিয়ে থাকলেও নিজেদের সেরাটুকু দিয়ে খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন আন্ডারলেখটের হেড কোচ রেন উইলর। আর ঘরের মাঠে দশর্কদের বাড়তি অনুপ্রেরণা কাজে লাগিয়ে জয় নিয়ে এগিয়ে যেতে চায় ম্যানইউ।