ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

দিনটি উপলক্ষে শনিবার (৮ আগস্ট) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম। এসময় পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা,আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শরিফা খানম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দুপুরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
কেআই/