ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

মির্জা আব্বাসের জামিন স্থগিত

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০১:৫৪ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে সকালে প্রধান বিচারপতি  সুরেন্দ্র কুমার সিনহার নেত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, মির্জা আব্বাসের জামিন এক  সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় গত ০৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। এর ফলে কারাবন্দি অবস্থায় বারডেমে চিকিৎসাধীন বিএনপির এ নেতার জামিনে মুক্তি আটকে গেলো।