সুযোগ কাজে লাগাতে না পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া কঠিন
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪১ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি পরিবর্তনে বাংলাদেশের জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে না পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া কঠিন হবে। অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চেম্বার ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনায় এ’কথা বলেন তারা।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন- ইআরএফ এর যৌথ আয়োজনে ঢাকা চেম্বার মিলনায়তনে ‘গন্তব্য ২০৩০’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা।
অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যোগাযোগ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান ডিসিআই সভাপতি। ইআরএফ সভাপতি জনসম্পদ উন্নয়নের পরামর্শ দেন।
অভ্যন্তরীণ, আঞ্চলিক যোগাযোগ সহ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কথা বলেন কেউ কেউ।
১০০টি বিশেষ অর্থনৈতিক জোনের কাজ এগিয়ে চলছে জানিয়ে ব্যবসায়িদের বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বেজা চেয়ারম্যান।
দুর্নীতির চেয়েও অপচয় দেশকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন অর্থপ্রতিমন্ত্রী।
ঢাকা চেম্বারের পরিচালকরাও আলোচনায় অংশ নেন।