ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে সরকার ইতিবাচক চিন্তাভাবনা করছে
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল- ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে সরকার ইতিবাচক চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে জার্মানীর রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ’কথা জানান মন্ত্রী।
সচিবালয়ে জার্মানীর রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্জ সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠক করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে।
আন্তর্জাতিক শ্রমিক সংস্থা- আইএলও’র আদলে ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালুর প্রস্তাব দেন প্রতিনিধি দলের সদস্যরা। আর বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হবে।
এ’ব্যাপারে প্রয়োজনে সামাজিক সংলাপের আহবান জানিয়ে জার্মানীর প্রতিনিধি দলের প্রধান জানান, শ্রমিকদের স্বার্থরক্ষায় ট্রেড ইউনিয়নের আধুনিকায়ন প্রয়োজন।
ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত প্রস্তাবের ব্যাপারে সরকার আন্তরিক বলেও জানান বাণিজ্যমন্ত্রী।