ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলে সরকারের প্রতি আহ্বান

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

রামপাল বিদ্যুৎ কেন্দ্র জাতীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ উল্লেখ করে তা, বাতিলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
খুলনার হাদিস পার্কে উপকূলীয় মহাসমাবেশে বক্তারা বলেন, কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনসহ আশপাশের কোটি মানুষকে হুমকির মুখে ঠেলে দেবে। সুন্দরবনের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র ধ্বংস হবে। রামপাল প্রকল্প বাতিলে আগামী ৯ সেপ্টেম্বর আর্š—জাতিক সুন্দরবন কনভেনশনের ঘোষণা দেয়া হয়। এছাড়া ২৫ এপ্রিল থেকে জনসংযোগ, মানবন্ধনসহ তিন মাসের কর্মসূচী ঘোষণা করে জাতীয় কমিটি।