পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
পানামা পেপার্স কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
তবে নওয়াজের পরিবার কিভাবে অর্থ কাতারে পাঠিয়েছে তা তদন্ত করতে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে তিনজন নওয়াজের পক্ষে রায় দেয়। গেলো বছর বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধানদের দুর্নীতির বিভিন্ন তথ্য ফাঁস করে পানামা পেপার্স। সেখানে নওয়াজ শরীফের নাম উঠে আসায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চাপের মুখে পড়েন তিনি। দুর্নীতি অভিযোগের মামলাটির রায় নিয়ে নওয়াজ শরিফের ক্ষমতায় থাকা-না থাকার বিষয়টিও প্রশ্নের মুখে পড়ে।