ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

দীর্ঘ বন্যায় ফসলের বিস্তর ক্ষতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার | আপডেট: ০১:৩১ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

বন্যায় ডুবে গেছে ফসলের ক্ষেত। রাজবাড়ী- একুশে টেলিভিশন

বন্যায় ডুবে গেছে ফসলের ক্ষেত। রাজবাড়ী- একুশে টেলিভিশন

দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি কমতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। এখনও অনেক স্থানে বসতবাড়ি ডুবে আছে। কোথাও আবার স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে বেড়েছে নদী ভাঙ্গন। বেড়েছে পানিবাহিত রোগ। ঘরবাড়ি, রাস্তাঘাট, একই সঙ্গে আউশ-আমন ধান, ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। 

টাঙ্গাইল:
টাঙ্গাইলের সবগুলো নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জেলার পূর্বাঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি পানিতে ভাসছে। দুর্গত এলাকার মানুষরা পানিবাহিত রোগে ভুগছেন। খাদ্য সংকটেও রয়েছেন তারা। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

গাইবান্ধ:
গাইবান্ধার নদ-নদীর পানি নামতে শুরু করেছে। তবে নদীর ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। কামারজানি, সৈয়দপুর, বালাসীঘাট, শ্রীপুর,হরিপুর, বেলকা, কাপাসিয়া, লালচামার, এ্যাড়েন্ডাবাড়িতে ব্রহ্মপুত্র ও তিস্তার ব্যাপক ভাঙ্গনে অন্তত শতাধিক ঘরবাড়ি, ২ টি মন্দির-সহ ফসলি জমি এর মধ্যে বিলীন নদীর বুকে।

ফরিদপুর:
ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করলেও অনেক স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার ডিক্রিরচর, অম্বিকাপুর ও নর্থ চ্যানেল ইউনিয়নের অধিকাংশ ঘড়-বাড়ি পানিবন্দি। এদিকে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন জনপ্রতিনিধিসহ ও বিভিন্ন সংগঠন।

রাজবাড়ী:
রাজবাড়ীতে দীর্ঘস্থায়ী বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দফায় বন্যার পানিতে আউশ, আমন ও ধানের বীজতলা, আঁখ, পাট, তিল, বাদাম, মরিচ ও বিভিন্ন ধরণের সবজি ক্ষেত তলিয়ে সব নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রায় ৪ হাজার একর জমির ফসলের ক্ষতি হয়েছে। প্রায় ৬ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে কৃষকদের।

গাজীপুর:
গাজীপুরে এবারে বন্যায় কালিয়াকৈর উপজেলায় অন্তত ১ হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে কৃষকরা। 

কোলিয়াকৈর উপজেলার কৃষি সম্প্রসরণ কর্মকর্তা বলেন, ‘৫০ হেক্টর জমির শাক সবজির ক্ষতি হয়েছে। এ ছাড়া আমাদের ৯ হেক্টর জমির আমনের বীজতলা এবং ১৫ হেক্টর আমন ধান নষ্ট হয়েছে। এছাড়া ৫৫ হেক্টর বোনা আমন ধানের ক্ষতি হয়েছে।’

সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে এখনও অনেক স্থানে বসতবাড়ি পানি নীচে রয়েছে। তীরবর্তী কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর উপজেলার ১৪ হাজার হেক্টর জমির আবাদী রোপা আমন, আউশ ধান, পাট, তিল, ধইঞ্চা ফসল ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায়, ৯২ হাজার কৃষক পরিবার চরম বিপাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, জেলায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা। 

কৃষকরা বলেন, ‘এখন আমাদের বেশ ক্ষতি হচ্ছে। আমরা বসেই রয়েছি। আমাদের কাছে টাকা পয়সাও নাই। সব কিছুর ক্ষতি হয়েছে।’

এমএস/