ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নোয়াখালীতে সাবেক আওয়ামী নেতাকে হত্যা চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

আহত অ্যাডভোকেট দেলওয়ার হোসেন মিন্টু

আহত অ্যাডভোকেট দেলওয়ার হোসেন মিন্টু

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি কবি অ্যাডভোকেট দেলওয়ার হোসেন মিন্টুকে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের  হাউজিং মাঠে হাটার সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে কুপিয়ে ফেলে চলে যায় ঘাতকরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

বিভিন্ন সংগঠনের পদবীর বাহিরেও তিনি জেলা জজ আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী।

সুধারাম থানার ওসি নবীর উদ্দিন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল মিন্টুকে দেখতে যায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

এআই//এমবি