ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

অবশিষ্ট ৪০০ তালিবান বন্দিদের মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি- ভয়েস অব আমেরিকা

এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি- ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যথাশীঘ্রই শান্তি আলোচনা শুরু করতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি অবশিষ্ট ৪০০জন তালিবান বন্দিদের মুক্তি দিয়েছেন। সরকার সমর্থিত সংসদ লয়া জিরগা অবশিষ্ট তালিবানদের মুক্তির আবেদন জানালে তিনি এই পদক্ষেপ নেন। খবর ভয়েস অব আমেরিকা’র। 

সমীক্ষকদের ধারণা, তাদের এই মুক্তি দুই দশকের মারণাত্মক আফগান যুদ্ধ বন্ধের এক যুগান্তকারী চুক্তি স্বাক্ষরের পথ প্রশস্ত করবে। এই ৪০০ জন বন্দিদের মুক্তির বিষয়টি এতদিন শান্তি আলোচনা শুরু করার পথে বাঁধা হয়েছিল। 

আফগান সরকার শনিবার অবশিষ্ট তালিবানদের মুক্তি দিয়ে তাদের প্রতিশ্রুতি পালন করল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। 

এমএস/