ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

পরচুলা বানিয়ে চলেছেন কনিকা বেগম

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার

ঠাকুরগাঁওয়ের নিভৃত পল্লীর দরিদ্র নারীদের হাতে তৈরি পরচুলা এখন রপ্তানী হচ্ছে। দেশের বিভিন্ন স্থানের বিউটি পার্লার থেকে সংগ্রহ করা চুল দিয়ে তৈরি এ পরচুলা যাচ্ছে ভারত, দুবাই, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশে। সরকারি সহযোগিতা পেলে এ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানটি আরো বড় পরিসরে গড়ে তোলার আশা জানিয়েছেন উদ্যোক্তা কনিকা বেগম। 

সুঁই আর সুতোয় পরচুলা বানিয়ে চলেছেন কনিকা। নিজে স্বাবলম্বী, তার সঙ্গে আরো অনেকেও। কিন্তু জীবন-গল্পটা কনিকার এমন ছিলো না। বাবার মৃত্যুর পর ভাগ্যের চাকা ঘোরাতে মায়ের সাথে পাড়ি জমিয়েছিলেন রাজধানীতে। কাজ নেন পরচুলা কারখানায়।

এরপর মায়ের ইচ্ছায় বসতে হয় বিয়ের পিড়িতে। বছর ঘুরতেই কোলজুড়ে আসে নতুন মুখও। সংসারে তখন প্রকট হয়ে ওঠে দারিদ্র। দমে যাননি কণিকা। পরচুলা তৈরিতে দক্ষ হয়ে চলে আসেন নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরের ভালুকাইয়ে।

কনিকার পরচুলা কারখানায় প্রতিদিন কাজ করছেন শতাধিক নারী। কর্মহীন নারীদের কর্মচাঞ্চল্য এখন গ্রামজুড়ে।

নারীদের এমন কর্মসংস্থান সৃষ্টির জন্য কনিকা বেগমকে সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধিরাও।

এমন উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার কথা জানিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।


আরও দেখুন