ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

হিলিতে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

দিনাজপুরের হিলিতে গরীব, অসহায় ও দুস্থদের বাসস্থান নিশ্চিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ শুরু হয়েছে। 

আজ সোমবার দুপুরে হিলির আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবু সাঈদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী খোলাহাটি ক্যান্টনমেন্টের ১৯ রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার আবু সাঈদ জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৯টি শেড নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে প্রতিটি শেডে ৫টি করে ঘর থাকবে যাতে মোট ৪৫টি পরিবার বসবাস করবেন। সেই মোতাবেক আমরা একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে  ঘর নির্মাণের জন্য কন্ট্রাক্ট দিয়েছি। তারা কন্সট্রাকশনের কাজ করবেন আমরা সেটি তত্ত্বাবধান করব।’

তিনি জানান, ‘কাজ যাতে ঠিকমতো হয় কিংবা ত্রুটিযুক্ত না হয়, সেজন্যই আমরা দেখাশোনা করব। কাজ শেষে সেটি ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।’

এআই//এমবি