ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টপটেনের খেলা কাল থেকে শুরু

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০২:০৯ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার

বাছাইপর্বের পর একদিন বিরতি দিয়ে কাল শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টপটেনের খেলা। প্রথম দিন নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত, বুধবার পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের গ্র“পে রয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাছাই পর্বের ধারাবাহিকতা ধরে রেখে মূল পর্বেও এগিয়ে যেতে চায় টাইগাররা। অপর গ্র“পের দলগুলো হলো, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় নাগপুরে শুরু হবে ম্যাচটি ।  আর ১৬ই মার্চ বাংলাদেশ সুপার টেনে তাদের প্রথম খেলাটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির এই ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়েই ফাইনালে খেলে বাংলাদেশ। এরপর ২১শে মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। ব্যাঙ্গালোরের চেন্নাসোয়ামি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ২৩শে মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচটিও চেন্নাসোয়ামি স্টেডিয়ামে একই সময় অনুষ্ঠিত হবে। নিজেদের গ্র“পের শেষ ম্যাচটি ২৬শে মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। কলকাতার ইডেন গার্ডেনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এ মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে টাইগাররা। বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এর প্রমাণ দিয়েছে মাশরাফি বাহিনী। এছাড়া সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়েই ফাইনালে খেলে বাংলাদেশ। বিশ্বকাপের বড় আসরেও নিজেদের মেলে ধরবে এমনটাই প্রত্যাশা সবার।