ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

করোনায় চিকিৎসক আসাদুল হকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

করোনাভাইরাসে দেশের আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আসাদুল হক খান মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক ডা. সাগুফতা আনোয়ার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অধ্যাপক ডা. আসাদুল (৭৫) মারা গেছেন। তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার কোভিড-১৯ এর উপসর্গও ছিল। 

তিনি আরও জানান, করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাকে সাধারণ আইসিইউতে রাখা হয়েছিল। এর আগে তার স্ত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনিও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের সংগঠন সূত্রে জানা যায়, এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন চিকিৎসক।

এএইচ/এমবি