সাভারের চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুত নয়
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ০৩:১৬ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার
আদালতের নির্দেশে হাজারীবাগে গ্যাস-বিদ্যুৎসহ সেবা সংযোগ বিচ্ছিন্ন ও ট্যানারি বন্ধ হলেও সাভারের চামড়া শিল্পনগরী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। শেষ হয়নি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার- সিইটিপি তৈরির কাজও। এমন পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন বিসিক ও পরিবেশবাদীদের। অপরদিকে, পরিবেশবাদীরা বলছেন, ট্যানারি মালিকদের টালবাহানায় সংকটের সৃষ্টি হয়েছে। আর সব প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুত সাভারে শিল্পনগরী পূর্ণাঙ্গভাবে চালুর তাগিদ বিশেষজ্ঞদের।
২০১৩ সাল থেকে শুরু হয় সাভারের হেমায়েতপুরে আধুনিক চামড়া শিল্পনগরী স্থানান্তরের কাজ। ১৫৪টি প্লট বরাদ্দ হয় ট্যানারী মালিকদের। কিন্তু বিভিন্ন অজুহাতে তারা হাজারীবাগ না ছাড়ায় আদালতের নির্দেশে সব সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভারের চামড়া শিল্প নগরী উৎপাদন উপযোগী না করেই এ’অবস্থায় হাজারীবাগ বন্ধ করা হয়েছে বলে অভিযোগ ট্যানারি মালিকদের। এরপরই মালিকরা নয় দফা দাবিতে আন্দোলনে নামে।
এদিকে, উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা পড়েছেন অনিশ্চয়তার মুখে। তাদের দাবি, সাভারে বাসস্থান ও স্বাস্থ্যকেন্দ্রসহ নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে।
সিইটিপি নিয়েও রয়েছে ট্যানারী মালিক ও পরিবেশ বিশেষজ্ঞদের পরস্পর বিরোধী বক্তব্য।
এখনও অবকাঠামোগত নির্মাণ শেষ না হলেও কিছু প্রতিষ্ঠান এরিমধ্যে স্থানান্তর করে উৎপাদন শুরু করেছে।
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দূষণরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান পরিবেশ বিশেষজ্ঞরা।