ময়মনসিংহে বন্যার্তদের মাঝে জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ময়মনসিংহ-ব্রহ্মপুত্র নদ সংলগ্ন শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আয়োজনে অসহায়, দরিদ্র ও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী তিন শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক সহযোগিতায় নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ সংলগ্ন বেদেপল্লী ও আবাসন এলাকার আশপাশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন।
ত্রাণ বিতরণকালে ছাত্রলীগ এ নেতা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবাবের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
এ সময় ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন বলেন, বর্তমান বাংলাদেশের কাণ্ডারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে বন্যাপীড়িত প্রতিটি জেলায় ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যেগে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অমিত সাহা, আজিম উদ্দিন, কাজী রাফিউল করিম, নাঈম শান্ত ও নাদিম প্রমুখ।
এএইচ/