ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরের কালিয়াকৈরে সুবর্ণা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই লাপাত্তা নিহতের স্বামী। 

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পূর্ব চান্দরা জালাল গেট এলাকার মনিরুল ইসলামের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাপাতাল মর্গে পাঠিয়েছে । 

নিহত সুবর্ণা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মকন্দপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে স্বামী লিটন ও সুবর্ণা দুই ছেলেকে নিয়ে মনিরুল ইসলামের ভাড়া বাসায় ওঠেন। সুবর্ণা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করলেও বেকার লিটন মিয়ার সঙ্গে তাদের দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে বুধবার রাতের কোন এক সময় ঝগড়ার একপর্যায়ে স্ত্রী সুবর্ণাকে  শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় লিটন।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ির ম্যানেজার লিটনকে ডাকতে গেলে ঘরের মেঝেতে সুবর্ণার  মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, 'দাম্পত্য কলহের জেরে গৃহবধূ সুবর্ণাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।'

এআই//এমবি