ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জলপ্রপাতের পানি উঠছে উপরের দিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

জলপ্রপাতের পানি উঠছে উপরে- ভিডিও থেকে নেওয়া

জলপ্রপাতের পানি উঠছে উপরে- ভিডিও থেকে নেওয়া

অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়া। জলপ্রপাত থেকে পানি স্বাভাবিক নিয়মেই নীচে পড়লেও এ জলপ্রপাতে ঘটছে ভিন্ন ঘটনা। সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে এই সোমবার পানি নীচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল। খারাপ আবহাওয়া, বিশেষত প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবাক করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বিষয়টিতে বিস্মিত পুরো পৃথিবী। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর জেরেই জলপ্রপাতের পানি নীচে না পড়ে উপরে উঠছিল। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘটনা ঘটে যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস সরাসরি জলপ্রপাতে ধাক্কা মারে। সেই বাতাসের বেগই জলকে নীচের দিকে নামতে বাধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানেই সেই ঘটনায় ঘটেছে।

এখানে ক্লিক করলেই সেই ভিডিও দেখতে পাবেন...

এমএস/