হালদাতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২২ এপ্রিল ২০১৭ শনিবার
হালদা নদীতে ডিম সংগ্রহ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদাতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ।
গত শুক্রবার রাত থেকে ঝাঁকে ঝাঁকে ডিম ছাড়তে শুরু করে রুই, কাতল, মৃগেল, কালা বাউশসহ মিঠা পানির মাছ। এদিকে মা মাছের ডিম ছাড়ার খবর পেয়ে শত শত জেলে হালদা নদীতে ডিম সংগ্রহ শুরু করে। জেলেরা জানায়, প্রতিবছর চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত হালদা নদীতে মিঠা পানির মাছ এসে ডিম ছাড়ে। এসব ডিম স্থানীয় জেলেরা সংগ্রহ করে বাজারে পোনা বিক্রি করে। তবে মৌসুমের শুরুতে কি পরিমাণ ডিম জেলেরা সংগ্রহ করতে পেরেছে তা সঠিকভাবে জানাতে পারেনি মৎস্য বিভাগ।