বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত দল
প্রকাশিত : ০২:১১ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার
রিজার্ভের কোটি ডলার লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত দল। ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ১১টি কম্পিউটারও জব্দ করা হয়েছে। তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে রদবদলের আভাস দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০কোটি টাকা চুরি। সেই সঙ্গে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিরব ভূমিকা। সবমিলিয়ে ভাবিয়ে তুলেছে সরকারকে। বিভিন্ন ধাপে শুরু হয়েছে তদন্ত এরইমধ্যে টাকা চুরির ঘটনা তদন্তে অগ্রগতি রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র শুভঙ্কর সাহা। বিষয়টি খতিয়ে দেখতে দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ও এগারোটি কম্পিউটার জব্দ করেছে তদন্ত কমিটি।
এদিকে কেন্ত্রীয় ব্যাংকের শীর্ষ পদে রদবদলের আভাস দিলেন অর্থমন্ত্রী। সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানালেও পরিবর্তন কোন পর্যায়ে আসছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে, ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকের চারটি অ্যাকাউন্টে রিজার্ভ ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক থেকে কোন প্রক্রিয়ায় ডলার হস্তান্তর হয়েছে, তা তদন্ত করবে সে দেশের সিনেট। সোমবার এবিষয়ে কথা বলেছেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মুদ্রা বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান। এমটাই বলছে ফিলিপাইনের সংবাদ মাধ্যম ইনকুয়ের্যার ডট নেট। তিনি সেখানে বলেন, ২০১৫ সালের মে মাসে ৫০০ মার্কিন ডলারে খোলা চারটি এ্যাকাউন্টে এই টাকার হদিস পেতে অ্যাকাউন্টের স্বত্বাধিকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।